কক্সবাজারের রামুতে পাহাড় ধ্বসে ৩ নারী সহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত পৌনে ৮ টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনায় ওই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্র বধু নাছিমা আকতার (২৫)।
ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, আজিজুর রহমানের পরিবারের সদস্যরা রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ জনের মৃত দেহ উদ্ধার করে। মাটির নিচে আর কেউ আছে কিনা তার জন্য কাজ চলছে।
তবে বৃষ্টি না হলে অসময়ে কেন পাহাড় ধস হয়েছে তিনি তা নিশ্চিত করতে পারেননি।
তবে এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, কয়েকদিন ধরে আজিজুর রহমান ও তার পরিবারের সদস্যরা বসতবাড়ি করার জন্য পাহাড় কাটছিল। বুধবারও সারাদিন তারা পাহাড় কেটে বস্তায় ভরে। এরপর রাতে খাবার খেতে বসলে ওই দুর্ঘটনা ঘটে।
রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন বলেন, কেন কি কারনে পাহাড় ধ্বস ঘটেছে তা খতিয়ে দেখা হবে।
রামু উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষনিক নিহতের পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছি। তিনি আরো বলেন এভাবে ঝুঁকিপূর্ণ ভাবে মানুষ পাহাড়ে কিভাবে বসবাস করে বোধগম্য নয়, এত মানুষের ভার বহনের ক্ষমতা ঐ পাহাড়ের নেই। তিনি বেচেঁ যাওয়া অন্যান্যদের দ্রুত অনত্র সরে যাওয়ার অনুরোধ করেন।
তিনি অসময়ে কেন পাহাড় ধ্বস হলো তা জানার চেষ্টা করছেন বলে জানান।
মতামত দিন