• ২০২৫ এপ্রিল ১৯, শনিবার, ১৪৩২ বৈশাখ ৫
  • সর্বশেষ আপডেট : ১০:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

  • প্রকাশিত ১২:০৪ পূর্বাহ্ন শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা
Timebangla
সিলেট অফিস -

রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে সুনামগঞ্জের জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের মূল্য সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারখালি পয়েন্টের সামনে পুলিশ বাধা দেয়। এতে বিএনপির নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মল্লিক মঈন সোহেল, সেলিম উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, যুগ্ম সম্পাদক নূর হোসেন, জেলা বিএনপি নেতা বাস্কর রায়, নূরুল আলম, সাখাওয়াত হোসেন, সিরাজুল ইসলাম, সাজান মিয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপি মাঠে আছে মাঠেই থাকবে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক বলেন, সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শহরে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্যই বিএনপির মিছিল আমরা শহরের মূল পয়েন্টে যেতে দেইনি।

সর্বশেষ