মাত্র কয়েক দিন পর বড়দিন উৎসব কয়েক বছর পর প্রচন্ড ঠান্ডা ও তুষারপাতে যুক্তরাজ্যের জনজীবন স্থবির হয়ে পড়েছে।
যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেষ্টার, বার্মিংহাম, কার্ডিফ, লুটন, নর্দাম্পটনসহ বিভিন্ন শহরে তুষারপাত হচ্ছে রাতে সড়কে সড়কে বরফ জমা শুরু করে চলাচল করতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে।
সূর্যের দেখা মেলছে না দিনের বেলায়ও কুয়াশায় ডাকা সকাল থেকেই তুষারপাত শুরু হয়।
রাতে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রীতে নেমে গিয়েছিল। হলেও শুক্র ও শনিবার মানুষের চলাচলও অনেকটা কম ছিল।
বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কুয়াশা এবং তুষারপাতের কারণে বিমান ও রেল, মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে।
লন্ডনে টিলবারি এসেক্স এলাকার বাসিন্দা আবু বক্কর তালুকদার বলেন, ভয়াবহ অবস্থা লন্ডন বরফে জমে গেছে বাড়িঘর, সড়ক, যানবাহন, গাছগাছালি বরফে আচ্ছাদিত গত কয়েক দিনের ঠান্ডা, কুয়াশা ও তুষারপাতের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। মানুষ জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। আমাদের ঠান্ডার মধ্যে কাজ করতে কষ্ট হচ্ছে।l
মতামত দিন