• ২০২৪ নভেম্বর ২২, শুক্রবার, ১৪৩১ অগ্রহায়ণ ৮
  • সর্বশেষ আপডেট : ১০:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঝালকাঠিতে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কমসূচি

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
ঝালকাঠিতে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কমসূচি
মানববন্ধনে অংশ নেয়া ন্যাশনাল সার্ভিস কর্মীদের একাংশ।
আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। "শেখ হাসিনার প্রকল্প বৃথা যেতে পারেনা" এই শ্লোগানকে সামনে রেখে ন্যাশনাল সার্ভিসের শতাধিক নারী পুরুষ বিভিন্ন শ্লোগান লেখা প্লেকার্ড, ব্যনার নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আজ রবিবার সকাল সারে ১০ টায় রাজাপুর উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেট চত্তরে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে তারা রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি বেল্লাল হোসেন, সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সম্পাদক মারিয়া ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, মিজানুর রহমান, জিয়াউর রহমান, উম্মে সালমা, মরিয়ম আক্তার, জাহিদুল ইসলাম, মাকসুদা আক্তার, জোৎসনা আক্তার, হাফিজা আক্তার, শহিদুল ইসলাম, সাহিনা আক্তার, শারমিন খান, আসমা আক্তার, জাকির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই পকল্পের মেয়াদ ছিল দুই বছর। পকল্পে উপজেলার প্রায় ১১'শ শিক্ষিত বেকার নারী পুরুষ কাজ করেছে। মেয়াদ শেষ হওয়ার প্রকল্পটি বন্ধ হয়ে গেলে পূনরায় বেকার হয়ে যাওয়া কর্মীরা প্রধানমন্ত্রীর নিকট প্রকল্পটি চলমান রাখার আবেদন করলে তিনি আশ্বাস দিয়েও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহন না করায় এই প্রকল্পের প্রায় সকল কর্মী মানবেতর জীবনযাপন করছে। তাই সকল বক্তা পূনরায় প্রকল্পটি চালু করে স্থয়ীকরনের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

সর্বশেষ