ঝালকাঠির রাজাপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতায় এবং পুলিশ সুপার ঝালকাঠি এর পক্ষে সহকারী সিনিয়র পুলিশ সুপার রাজাপুর কাঠালিয়া (সার্কেল) মাসুদ রানা এ কম্বল বিতরণ করেন।
দেশে বইছে হাড় কাঁপানো শীত। শীতের তীব্রতায় জনজীবন অতিষ্ঠ। দারিদ্র সীমার নিচে বসবাসরত মানুষগুলোর অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। তাদের যেমন নেই শীত সইবার ক্ষমতা তেমন নেই শীত মোকাবেলা করার মত পর্যাপ্ত গরম কাপড়। তাইতো বুধবার দুপুর সারে এগারোটায় বাঘরী বাজারে বিপর্যস্ত গরিব, অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় মাসুদ রানা বলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ান এসোসিয়েসন সব সময় আসহায় মানুষের পাশে থাকে। তাইতো প্রতি বছরের মত এ বছরেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে। ঝালকাঠি পুলিশ সুপার মহোদয়কে সংগঠনের পক্ষ থেকে ঝালকাঠিতে কম্বল বিতরণের জন্য পাঠিয়েছে। সেখান থেকে রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় বিতরণ করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়, ওসি তদন্ত গোলাম মোস্তফা, মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান শাহজালাল হাওলাদার সহ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতামত দিন