বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল সিলেট স্ট্রাইকার্স।
শুরুতে নেমে ২০ ওভারে ১৭৪ রান তুলে চ্যালেঞ্জার্সরা। জবাবে নেমে ৭ উইকেট ও ১২ বল হাতে রেখেই জয় পেয়ে যায় মাশরাফির দল।
রান তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় সিলেট স্ট্রাইকার্স। ওপেনার নাজমুল হোসেন শান্তর ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে পাওয়ার প্লেতেই বিনা উইকেটে আসে ৫৫ রান। ওপেনিং জুটিতে আসে ৬৩ রান। ১৮ বলে ১৫ রানে ফেরেন তৌহিদ হৃদয়।
দ্বিতীয় উইকেটে খেলতে নামা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে মাত্র ২৮ বলে ৪৭ রানের জুটি গড়েন শান্ত। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬০ রানে
নিহাদুজ্জামানের বলে ক্যাচ তুলে দেন তিনি। ৪৪ বলে খেলা তার এই ইনিংসটি ৬টি চার ও দুটি ছয়ে সাজানো।
পরের উইকেটে খেলতে নেমেই ক্রিজে যেন ঝড় তোলেন সিলেটের জিম্বাবুইয়ান তারকা রায়ান বার্ল। মাত্র ১৬ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪১ রান তুলে দলকে জয়ের একদম প্রান্তে নিয়ে যান তিনি। পরে মুশফিক ও জাকির মিলে জয় নিশ্চিত করেন।
মতামত দিন