• ২০২৩ মার্চ ২৬, রবিবার, ১৪২৯ চৈত্র ১২
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট এয়ারপোর্ট ধাপনা হিল রিসোর্ট কাজ চলতেছে

  • প্রকাশিত ১১:০৩ পূর্বাহ্ন রবিবার, মার্চ ২৬, ২০২৩
সিলেট এয়ারপোর্ট ধাপনা হিল রিসোর্ট কাজ চলতেছে
টাইমবাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি)

অবস্থান ও সৌন্দর্যের কথা চিন্তা করলে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রিসোর্ট গুলোর একটি হতে যাচ্ছে সিলেট ধাপনা হিল রিসোর্ট সিলেট শহর থেকে ১২ কিলোমিটার দূরে পাহড়ের রাস্তা এর অবস্থান।  

গ্রামীণ পরিবেশে চূড়ায় নান্দনিক ডিজাইন, প্রকৃতির ছায়ায় সাজানো গুছানো পরিবেশ, চারপাশের সবুজ পাহাড় সারি, চোখের সামনে মেঘেদের আনাঘোনা, প্যানোরোমিক ভিউ এই সব কিছু আপনার সময়টুকু উপভোগ্য করে তুলবে। 

অত্যাধুনিক বিলাশবহুল এই রিসোর্টে থাকবে সকল ধরণের সুযোগ সুবিধা।

পরিচালক কমিঠি সদস্য লুৎফুর রহমান জানান, কাজ চলতেছে আগামী বছরের রিসোর্ট উদ্বোধন করা যাবে বলে আশাবাদী আমরা।

আসলে মানুষ প্রতিনিয়ত বিনোদন কিংবা অবকাশ যাপনের জন্য ঘরের বাইরে বের হচ্ছে। 

দেশে ক্রমেই বেড়ে চলেছে ভ্রমণপ্রিয় মানুষের সংখ্যা। আমরা সেই মানুষের বিনোদনের চাহিদা পূরণের লক্ষ্যে এ রিসোর্টটি প্রতিষ্ঠা করেতেছি।

তিনি বলেন, শহর থেকে বেরিয়ে শান্ত নিবিড় পরিবেশে অতিথিরা আমাদের এ রিসোর্টে এলে নির্মল প্রশান্তি খুজে পাবেন। 

শুধু সিলেট  নয়, সারা দেশের মানুষের সেবা দেয়ার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি।

সর্বশেষ