• ২০২৪ এপ্রিল ২৪, বুধবার, ১৪৩১ বৈশাখ ১১
  • সর্বশেষ আপডেট : ০২:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিসিক নির্বাচন : ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা কে-কোন প্রতীক পেলেন

  • প্রকাশিত ০২:০৪ অপরাহ্ন বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
সিসিক নির্বাচন : ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা কে-কোন প্রতীক পেলেন
Timebangla
শহীদুর রহমান জুয়েল

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।


গত ২ জুন শুক্রবার সকাল ৯টা থেকে সিলেট নগরীর মেন্দিবাগস্থ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মেয়র পদে ৭ জন, ৪২টি সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন ও ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


প্রতীক বরাদ্ধ পেয়েই  ২ জুন শুক্রবার বাদজুম্মা থেকে প্রচারণায় মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে চলছে মাইকিং নির্বাচনী  প্রচারনা।


সিলেট সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ড মোট ভোটার রয়েছেন ১৩ হাজর ৮২৭ জন। যেখানে পুরুষ ভোটার ৭ হাজার ২১০ জন এবং নারী ভোটার ৬ হাজার ৬১৭ জন।

৬ নং ওয়ার্ড মোট ৯ জন প্রার্থী এর মধ্যে পুরুষ ৫ জন ও মহিলা ৪ জন।


এক নজরে কে-কোন প্রতীক পেলেন -


পুরুষ প্রার্থী -

ফরহাদ চৌধুরী শামীম ( লাটিম মার্কা) 

মাজহারুল ইসলাম সুমন ( ঘুড়ি মার্কা ) 

মাহমুদ আহমদ ( রেডিও মার্কা ) 

শাহিন মিয়া ( ঠেলাগাড়ি মার্কা ) 

আতিকুর রব চৌধুরী জুয়েল ( ট্রাক্টর মার্কা )


মহিলা প্রার্থী -

কুলসুমা বেগম পপি (হেলিকপ্টার মার্কা)

রুনা বেগম ( মোবাইল ফোন মার্কা)

জোসনা আহমদ ( বই মার্কা)

তাহমিনা রহমান রোবা ( আনারস মার্কা)


উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে ৪২টি ওয়ার্ডে মোট ভোটার চার লাখ ৮৬ হাজার ৬০৫ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৩ হাজার ৭৬৩ এবং নারী দুই লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ এক হাজার ৩৬৪টি

সর্বশেষ