আসন্ন ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন ২০২৩ ।
৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী মো : রিমাদ আহমদ রুবেল সিসিক নির্বাচনে ( ঠেলাগাড়ি মার্কা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
তিনি জানান, সিসিকের ৫ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি।
৫ নং ওয়ার্ড নিয়ে বলেন, আমি এলাকার উন্নয়ন ও সমাজের কল্যাণে কাজ করছি সামাজিক কাজ করতে গিয়ে মানুষের খুব কাছ থেকে তাদের সুখ-দুখের কথা শুনেছি। তখন থেকেই আমি আমার ওয়ার্ডের মানুষের সুখ দুখের ভাগীদার হতেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি সমাজের কল্যাণ করতে হলে জনপ্রতিনিধি হওয়া অন্তত গুরুত্বপূর্ণ।
ব্যক্তি উদ্যোগে অনেক কাজ চাইলেই করা সম্ভব না,কিন্তু একজন কাউন্সিলর যদি চান সেই কাজ করা অনেক সহজ, যদি সদিচ্ছা থাকে।
তিনি দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা জানিয়ে বলেন,আমি দীর্ঘদিন থেকেই আমার ওয়ার্ডের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি,বিভিন্ন সামাজিক সংঘটনের সাথে কাজ করছি।
২১ তারিখের ভোটের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটবে বলেও বিশ্বাস করেন তিনি।
মতামত দিন