• ২০২৪ নভেম্বর ২২, শুক্রবার, ১৪৩১ অগ্রহায়ণ ৮
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এক নজরে যে ওয়ার্ডে যেদিন ইভিএম প্রদর্শনী

  • প্রকাশিত ০৯:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
এক নজরে যে ওয়ার্ডে যেদিন ইভিএম প্রদর্শনী
ফাইল ছবি
সিলেট অফিস

সিলেট সিটি করপোরেশন নিার্বচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে যাতে ভোটাররা কোন দ্বিধা ছাড়াই ভোট দিতে পারেন সেজন্য সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রচারণা চালানো হচ্ছে।

২৭ ওয়ার্ড নিয়ে সিলেট সিটি করপোরেশন থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নেয়ে সিসিকে এখন মোট ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন।

মঙ্গলবার (১৩ জুন) থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে জানা যায় ,প্রচারণায় ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে নগরীর ৪২ ওয়ার্ডের সাধারণ ভোটারদেরে অবহিত করা হচ্ছে।

আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের ৪২ ওয়ার্ডের ইভিএম প্রদর্শনীর সময় সূচি তুলে ধরা হলো-


১৩ জুন ১ নং ওয়ার্ডের দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪ জুন ২ নং ওয়ার্ডের মদন মোহন কলেজ, সিলেট

১৫ জুন ৩ নং ওয়ার্ডের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, সিলেট

১৬ জুন ৪ নং ওয়ার্ডের  মজুমদারী হাউজিং এস্টেট

১৩ জুন ৫ নং ওয়ার্ডের  চৌকিদেখী বাজার, বাদামবাগিচা

১৫ জুন ৬ নং ওয়ার্ডের  কলবাখানি শাহী ঈদগাহ

১৩ জুন ৭ নং ওয়ার্ডের  জালালাবাদ আবাসিক এলাকা মসজিদ সংলগ্ন এবং সুবিদ বাজার পয়েন্ট

১৪ জুন ৮ নং ওয়ার্ডের  নোয়াপাড়া এবং নয়াবাজার

১৪ জুন ৯ নং ওয়ার্ডের বর্ণমালা পয়েন্ট বাগবাড়ী এবং মদিনা মার্কেট পয়েন্ট

১৪ জুন ১০ নং ওয়ার্ডের ডহর প্রাথমিক বিদ্যালয়, ডহর

১৪ জুন ১১ নং ওয়ার্ডের  মধুশহীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধুশহীদ, সিলেট

১৫ জুন ১২ নং ওয়ার্ডের  শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখঘাট, সিলেট

১৩ জুন ১৩ নং ওয়ার্ডের জিতু মিয়া পয়েন্ট (কাজির বাজার ব্রীজের পাশে)

১৪ জুন ১৪ নং ওয়ার্ডের সার্কিট হাউজের সামনে (কীন ব্রীজের পাশে)

১৫ জুন ১৫ নং ওয়ার্ডের মিরাবাজার পয়েন্ট (কিশোরী মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে)।

১৩ জুন ১৬ নং ওয়ার্ডের তাঁতীপাড়া ও নয়াসড়ক পয়েন্ট।

১৪ জুন ১৭ নং ওয়ার্ডের কাজিটুলা বাজার, দরগাগেইট ও লোহারপাড়া পয়েন্ট।

১৫ জুন ১৮ নং ওয়ার্ডের মিরাবাজার ও কুমারপাড়া পয়েন্ট।

১৩ জুন ১৯ নং ওয়ার্ডের দপ্তরিপাড়া পয়েন্ট (মনিরের দোকানের পাশে)।

১৪ জুন ২০ নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়। 

১৫ জুন ২১ নং ওয়ার্ডের সোনারপাড়া পয়েন্ট।

১৩ জুন ২২ নং ওয়ার্ডের উপশহর এবিসি পয়েন্ট।

১৪ জুন ২৩ নং ওয়ার্ডের মাছিমপুর বাজার পয়েন্ট।

১৫ জুন ২৪ নং ওয়ার্ডের কুশিঘাট বাজার পয়েন্ট।

১৩ জুন ২৫ নং ওয়ার্ডের খোজারখলা মারকাজ পয়েন্ট ও কায়স্থরাইল সংলগ্ন পয়েন্ট।

১৪ জুন ২৬ নং ওয়ার্ডের কদমতলী ও চাঁদনীঘাট পয়েন্ট।

১৫ জুন ২৭ নং ওয়ার্ডের হবিনন্দী ও শিববাড়ি পয়েন্ট।

১৩ জুন ২৮ নং ওয়ার্ডের মোহাম্মদ মকন হাইস্কুল ও কলেজ, গোপশহর।

১৪ জুন ২৯ নং ওয়ার্ডের লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১৫ জুন ৩০ নং ওয়ার্ডের মহাল²ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জৈনপুর।

১৩ জুন ৩১ নং ওয়ার্ডের মুরাদপুর পয়েন্ট ও মুক্তিরচক প্রাইমারি স্কুলের সামনে।

১৪ জুন ৩২ নং ওয়ার্ডের মিরাপাড়া আবদুল লতিফ স্কুল ও দেবপুর প্রাইমারি স্কুল। 

১৫ জুন ৩৩ নং ওয়ার্ডের নিপবন ও শাহপরাণ মাজারের পাশে।

১৩ জুন ৩৪ নং ওয়ার্ডের বহর কলোনী হযরত শাহপরাণ ও কৃষ্ণগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপরাণ।

১৪ জুন ৩৫ নং ওয়ার্ডের মেজরটিলা বাজার ও বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১৫ জুন ৩৬ নং ওয়ার্ডের নতুন বাজার ও বালুচর ছড়ারপাড়। 

১৩ জুন ৩৭ নং ওয়ার্ডের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১৪ জুন ৩৮ নং ওয়ার্ডের রাশিদিয়া দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশের ভবন। 

১৫ জুন ৩৯ নং ওয়ার্ডের হাজী আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়, টুকেরবাজার। 

১৩ জুন ৪০ নং ওয়ার্ডের ইসরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুচাই। 

১৪ জুন ৪১ নং ওয়ার্ডের সৈয়দা নুরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমভাগ আবাসিক এলাকা, কুচাই।

১৫ জুন ৪২ নং ওয়ার্ডের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর।


সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫ টি।

সর্বশেষ