প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কেঁপেছে পুরো সিলেট। রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গোলাপগঞ্জ উপজেলায়।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর জানা যায় নি।
শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়, এটি প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী ছিল। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এদিকে, সকাল সিলেটে অবিরাম বৃষ্টির মধ্যে এ ভূমিকম্প যখন অনুভূত তখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্কদেখা দেয়। মানুষ উচু ভবন থেকে নিচ তলায় নামতে সক্ষম হলেও অনেকেই বৃষ্টির কারনে বাহিরে বের হতে পারেন নি।
মতামত দিন