• ২০২৪ মে ০৮, বুধবার, ১৪৩১ বৈশাখ ২৪
  • সর্বশেষ আপডেট : ১০:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান

  • প্রকাশিত ০৫:০৫ পূর্বাহ্ন বুধবার, মে ০৮, ২০২৪
সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান
টাইমবাংলা
শহীদুর রহমান জুয়েল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়ে ইতোমধ্যে ভোট গণনা শেষ হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত ১৯০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ১,১৮,৬১৪ পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্ধী জাপার মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০,৩২১ ভোট। দীর্ঘ ১০ বছর পর হারানো নগর ভবন ফিরে পেয়েছে ক্ষমতাশীন দল আওয়ামীলীগ।


এর আগে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।


এদিন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট দিয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে।


এখন পর্যন্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম বাবুল আর স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন ছাড়া বাকি পাঁচ মেয়রপ্রার্থী ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, বেলা ২টা পর্যন্ত সুষ্ঠু ভোট হয়েছে। ভোট নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।


রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র অনুযায়ী, নগরের ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এখানে মেয়র পদে ৮ জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৩৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৪টি। এর মধ্যে ১৩২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সিলেট সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল হানিফ, মো. ছালাহ উদ্দিন, মো. শাহ্ জামান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

সর্বশেষ