• ২০২৫ Jul ৩১, বৃহস্পতিবার, ১৪৩২ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ০৮:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিসিক ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ানের বাসায় হামলা

  • প্রকাশিত ০৮:০৭ অপরাহ্ন বৃহস্পতিবার, Jul ৩১, ২০২৫
সিসিক ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ানের বাসায় হামলা
ফাইল ছবি
সিলেট অফিস

সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত   কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসা ও অফিসে হামলার ঘটনা ঘটেছে। 

এ সময় তাঁর বোন আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বুধবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বড়বাজারস্থ তাঁর নিজ বাসায় হামলার ঘটনা ঘটে।

রেজওয়ান আহমদ জানান, নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহেদ সিরাজ ও ডোম সিরাজের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী দেশী অস্ত্রসহ আমার অফিস ও বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। 

হামলায় আমার বোন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।  


উল্লেখ্য- আজ বুধবার অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে রেজওয়ান টানা চতুর্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ঝুঁড়ি মার্কা প্রতীকে রেজওয়ান আহমদ পেয়েছেন ২৩৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক্টর প্রতীকে সাহেদ সিরাজ পেয়েছেন ২৩২৪ ভোট। এই ওয়ার্ডে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

সর্বশেষ