সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৪২ ওয়ার্ড মোট ২৭২ জন প্রার্থী সাধারণ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দেওয়ার মাধ্যমে ৪২ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত করেছেন নগরবাসী।
৫নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর নির্বাচনে বিজয়ী হয়েছেন রেজওয়ান আহমদ।
২১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) শান্তিপূর্ণভাবে ওয়ার্ডের ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করে এ ওয়ার্ডের মানুষ।
বেসরকারিভাবে প্রাপ্ত ভোট এর ফলাফলে দেখা যায়, ০৫নং ওয়ার্ডের বর্তমান এবং ৩ বারের বিজয়ী কাউন্সিলর রেজওয়ান আহমদ চতুর্থ বারের মতো জয় পান। ঝুড়ি প্রতীকে তিনি মোট ২৪৮৯ টি ভোট পেয়ে জয়ী হোন। তার নিকটতম প্রতদ্বন্দ্বী শেখ মোঃ সাহেদ সিরাজ ট্রাক্টর প্রতীক নিয়ে পেয়েছেন ২৪২২ ভোট। ৬৭ ভোটের ব্যবধানে জয় পান রেজওয়ান আহমদ।
এ ওয়ার্ডে এবার সাধারণ কাউন্সিলর পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
অন্য প্রার্থীদের মধ্যে ঠেলাগাড়ী প্রতীক নিয়ে মোঃ রিমাদ আহমদ রুবেল পেয়েছেন ১৫৮৫ ভোট, ঘুড়ি প্রতীক নিয়ে আমিনুর রহমান পান ৫৮০ ভোট, রেডিও প্রতীকে মোঃ কামাল মিয়া ৪৫২ পেয়েছেন, টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ নাজমুল হোসাইন পান ৪৪৩ ভোট এবং লাটিম প্রতীক নিয়ে খালেদ আকবর চৌধুরী পান ৩০৩ ভোট।
কেন্দ্র ভিত্তিক ফলাফল পর্যালোচনায় দেখা যায়, খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঝুড়ি প্রতীক নিয়ে রেজওয়ান আহমদ পান ৭১৩ ভোট, ট্রাক্টর প্রতীকে শেখ মোঃ সাহেদ সিরাজ পান ৪৯১ ভোট, ঠেলাগাড়ী প্রতীক নিয়ে মোঃ রিমাদ আহমদ রুবেল পেয়েছেন ১৬০ ভোট, ঘুড়ি প্রতীক নিয়ে আমিনুর রহমান পান ৫৪ ভোট, রেডিও প্রতীকে মোঃ কামাল মিয়া ১৩ পেয়েছেন, টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ নাজমুল হোসাইন পান ১৩ ভোট এবং লাটিম প্রতীক নিয়ে খালেদ আকবর চৌধুরী পান ১১০ ভোট।
গ্রীণ ফেয়ার কিন্ডার গার্ডেন, হাজারীবাগ কেন্দ্রে ঝুড়ি প্রতীক নিয়ে রেজওয়ান আহমদ পান ৪৬৯ ভোট, ট্রাক্টর প্রতীকে শেখ মোঃ সাহেদ সিরাজ পান ২৩২ ভোট, ঠেলাগাড়ী প্রতীক নিয়ে মোঃ রিমাদ আহমদ রুবেল পেয়েছেন ৮৪ ভোট, লাটিম প্রতীক নিয়ে খালেদ আকবর চৌধুরী পান ৫০ ভোট, টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ নাজমুল হোসাইন পান ১৯৪ ভোট, ঘুড়ি প্রতীক নিয়ে আমিনুর রহমান পান ২২০ ভোট এবং রেডিও প্রতীকে মোঃ কামাল মিয়া ৮১ ভোট পেয়েছেন।
এভারগ্রীন একাডেমী, হাজারীবাগ কেন্দ্রে ঝুড়ি প্রতীক নিয়ে রেজওয়ান আহমদ পান ৫২৪ ভোট, ট্রাক্টর প্রতীকে শেখ মোঃ সাহেদ সিরাজ পান ৩৬৫ ভোট, ঠেলাগাড়ী প্রতীক নিয়ে মোঃ রিমাদ আহমদ রুবেল পেয়েছেন ৮১ ভোট, লাটিম প্রতীক নিয়ে খালেদ আকবর চৌধুরী পান ৫৯ ভোট, টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ নাজমুল হোসাইন পান ১৮২ ভোট, ঘুড়ি প্রতীক নিয়ে আমিনুর রহমান পান ১৮৯ ভোট এবং রেডিও প্রতীকে মোঃ কামাল মিয়া ১৪২ ভোট পেয়েছেন।
শাইনি স্টেপস, ইলেক্ট্রিক সাপ্লাই কেন্দ্রে ঝুড়ি প্রতীক নিয়ে রেজওয়ান আহমদ পান ৫১৪ ভোট, ট্রাক্টর প্রতীকে শেখ মোঃ সাহেদ সিরাজ পান ১১৯৫ ভোট, ঠেলাগাড়ী প্রতীক নিয়ে মোঃ রিমাদ আহমদ রুবেল পেয়েছেন ১২৭ ভোট, লাটিম প্রতীক নিয়ে খালেদ আকবর চৌধুরী পান ৫৬ ভোট, টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ নাজমুল হোসাইন পান ১৮ ভোট, ঘুড়ি প্রতীক নিয়ে আমিনুর রহমান পান ৫১ ভোট এবং রেডিও প্রতীকে মোঃ কামাল মিয়া ৫৪ ভোট পেয়েছেন।
জামেয়া মদিনাতুল উলুম দারুস সালাম কেন্দ্রে ঝুড়ি প্রতীক নিয়ে রেজওয়ান আহমদ পান ২৬৯ ভোট, ট্রাক্টর প্রতীকে শেখ মোঃ সাহেদ সিরাজ পান ১৩৯ ভোট, ঠেলাগাড়ী প্রতীক নিয়ে মোঃ রিমাদ আহমদ রুবেল পেয়েছেন ১১১৩ ভোট, লাটিম প্রতীক নিয়ে খালেদ আকবর চৌধুরী পান ৫৬ ভোট, টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ নাজমুল হোসাইন পান ১৮ ভোট, ঘুড়ি প্রতীক নিয়ে আমিনুর রহমান পান ৫১ ভোট এবং রেডিও প্রতীকে মোঃ কামাল মিয়া ৫৪ ভোট পেয়েছেন।
০৫নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৩৫৯ জন। যার মধ্যে নারী ভোটার ৮ হাজার ৫৪২ এবং পুরুষ ভোটার ৮ হাজার ৮১৭ জন। যার মধ্যে ৪৭ দশমিক ৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট বৈধ ভোটের সংখ্যা ৮ হাজার ২৭৪টি। আর বাতিল হয়েছে ২৮টি ভোট।
এবারের ভোটে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষদের চাইতে নারীরাই বেশি ভোট দিয়েছেন।
মতামত দিন