প্রসেনজীৎ বিশ্বাস
গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি এজেন্ট ব্যাংকের শাখাসহ পুড়ে গেছে ৮টি দোকান প্রতিনিধি, গোপালগঞ্জ গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি এজেন্ট ব্যাংকের শাখাসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডে সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। এ সময় ১ জন অগ্নিদগ্ধসহ ২ জন আহত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন । বৃহস্পতিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার পাটিকেল বাড়ী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রিন্স হাওলাদার জানান, রাত সাড়ে ১০টার দিকে পাটকেল বাড়ী বাজারের নিপেষ গোলদারের পেট্রোলের দোকানের রান্নাঘরের চুলা থেকে পেট্রোলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। ফলে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাকিং-এর একটি শাখা,ওষুধ, মুদি দোকান,সার-কিটনাশক, টেইলার্স সহ ৮ দোকান পুড়ে সম্পূর্ন ভষ্মিভূত হয়। আগুনে দোকানপাট ও মালামাল ছাড়াও প্রায় ২ লাখ নগত টাকাও পুড়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটি চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এসময় আগুন নেভাতে গিয়ে পেট্রল দোকান মালিক নিপেশ গোলদার(৪০) অগ্নিদগ্ধ হন এবং অপর এক যুবক আহত হন। নিপেশ গোলদারকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
মতামত দিন