• ২০২৫ Jul ০১, মঙ্গলবার, ১৪৩২ আষাঢ় ১৭
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গোপালগঞ্জে ৩ চোর গ্রেপ্তার, দুই ইজিবাইক উদ্ধার।

  • প্রকাশিত ১০:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ০১, ২০২৫
গোপালগঞ্জে ৩ চোর গ্রেপ্তার, দুই ইজিবাইক উদ্ধার।
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

প্রসেনজীৎ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:  চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। এসময় চুরিকৃত দুইটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।রবিবার (৬ জুন) ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর এবং মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসএই) মো. মিজানুর রহমান জানান, গত ২১ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক ভাড়া করা হয়। এরপর ইজিবাইকটি পুরাতন মানিকদাহ এলাকায় পৌঁছালে কৌশলে চালক সামাদ মিয়াকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র।

তিনি বলেন, এ ঘটনায় ইজিবাইক চালক সামাদ মিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর এবং মাদারীপুর জেলার শিবচর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্য, উজ্জল শেখ ওরফে মিজু, মনজু হোসেন এবং মামুন শেখকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই ও চুরি করা দুটি ইজিবাইক উদ্ধার করা হয়।

রাতে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ