• ২০২৫ এপ্রিল ১৯, শনিবার, ১৪৩২ বৈশাখ ৬
  • সর্বশেষ আপডেট : ০২:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট মহিলা মাদ্রাসা দান বাক্সে চুরির চেস্টা আটক ২

  • প্রকাশিত ০৫:০৪ অপরাহ্ন শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
সিলেট মহিলা মাদ্রাসা দান বাক্সে চুরির চেস্টা আটক ২
টাইম বাংলা
সিলেট অফিস :

সিলেট নগরীর খাসদবীর জামেয়া মিল্লিয়া মহিলা মাদ্রাসার দান বাক্সে ভেঙে টাকা চুরির সময় হাতে নাতে ২ জনকে   আটক করা হয়েছে।

আজ রবিবার ০৩ ডিসেম্বর ভোর সাড়ে ৬ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।

তাদের নাম মোহাম্মদ সাজ্জাদ শেখ (২১)পিতা মূত তউফিস শেখ (লাক্কতুরা) মোহাম্মদ আকাশ (১৯) পিতা: সাদিকুর রহমান ( মোলাপাড়া)।

বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থা'র সভাপতি মোঃ রিমাদ আহমদ রুবেল জানান,খাসদবীর জামেয়া মিল্লিয়া মহিলা মাদ্রাসার দান বক্স ভেঙে টাকা চুরি করার সময় বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থা নৈশপ্রহরী দায়িত্ব পালনরত অবস্থায় হাতেনাতে দুইজনকে আটক করে সংস্থা'র নিকট হস্তান্তর করেন।

আমি সাধারণ সম্পাদক মমতাজুল করিম খাঁন জামিল উপদেষ্টা পরিষদের সদস্যদের পরামর্শ করে পুলিশের নিকট সোপর্দ করি।

সিলেট আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী জানান,আমি বিষয়টি খবর পেয়ে সাথে সাথে উপস্থিত হয়ে তাদের ২ জনকে আটক করি।

সর্বশেষ