• ২০২৪ নভেম্বর ২১, বৃহস্পতিবার, ১৪৩১ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গভীর রাতে শীতার্তদের পাশে সিলেট জেলা প্রশাসক

  • প্রকাশিত ১১:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
গভীর রাতে শীতার্তদের পাশে সিলেট জেলা প্রশাসক
Time bangla
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি)

কনকনে শীতে শীতার্তদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। দুস্থদের গায়ে জড়িয়ে দিচ্ছেন উষ্ণতার কম্বল।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব কম্বল বিতরণ করছেন তিনি কম্বল পেয়ে খুশি শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা।

মঙ্গলবার গভীর রাতে নগরীর চৌহাট্টা, হযরত শাহজালাল (রঃ) মাজার ও রেলস্টেশন এলাকার ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, প্রচণ্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে, এ কথা শুনে আমি আমার সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। আমরা ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। এছাড়া প্রকৃত শীতার্তদের সড়কের পাশে থাকা অসহায়দের খুঁজে বের করে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

তিনি বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা নগরের বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি।


এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম. কাসেম, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, সহকারী কমিশনার মোঃ জসিম উদ্দিন, সহকারী কমিশনার (প্রটোকল শাখা) মোঃ নাহিদ নিয়াজ শিশির, সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

সর্বশেষ