• ২০২৪ নভেম্বর ২৪, রবিবার, ১৪৩১ অগ্রহায়ণ ১০
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ছাত্রলীগকর্মী আরিফ হত্যাকাণ্ড ৩ দিনের রিমান্ডে কাউন্সিলর নিপু

  • প্রকাশিত ০৮:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
ছাত্রলীগকর্মী আরিফ হত্যাকাণ্ড ৩ দিনের রিমান্ডে কাউন্সিলর নিপু
টাইম বাংলা
সিলেট অফিস :

সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  হিরণ মাহমুদ নিপুকে তিন দিনের পুলিশ রিমান্ডে দিয়েছে আদালত। হিরণ মাহমুদ নিপু সিলেটে আলোচিত ছাত্রলীগকর্মী আরিফ হত্যার প্রধান আসামি হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

রোববার পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে সিলেট মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক সগির আহমেদ তিন দিনে রিমান্ড মঞ্জুর করেন।

এডিসি( মিডিয়া) এসএমপি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি সিলেট সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ এর বিচারক সগির আহমেদ আজ এ আদেশ প্রদান করেন। এয়ারপোর্ট থানায় রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মধুসূদন।

আগামীকাল রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।এ পর্যন্ত এ মামলায় এজাহারনামীয় ১০ জন আসামির মধ্যে ৯ জন আসামি বিভিন্ন সময়ে গ্রেফতার অথবা আত্মসমর্পণের পর পুলিশ হেফাজতে এসেছে। ইতোমধ্যে ৮জন আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহারনামীয় আসামি সবুজকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

সর্বশেষ