• ২০২৫ মার্চ ২৫, মঙ্গলবার, ১৪৩১ চৈত্র ১১
  • সর্বশেষ আপডেট : ১১:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট বিজিবি সিনেমাহলে চলছে তুফান

  • প্রকাশিত ১২:০৩ অপরাহ্ন মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
সিলেট বিজিবি সিনেমাহলে চলছে তুফান
ফাইল ছবি
বিনোদন ডেস্ক :

প্রিয়তমা রাজকুমার ছবির সাফল্যের পর এই ঈদুল আযহা মেগাস্টার নায়ক সাকিব খানের বর্তমানে হাইপে থাকা তুফান মুক্তি পাবে দেশজুড়ে সকল প্রেক্ষাপটে।

সিলেট বিজিবি সিনেমাহলের পরিচালক কামরুল আহমদ তালুকদার জানান, আমরা যতটুকু আঁচ করতে পেরেছি, তুফান হতে যাচ্ছে বাংলার ইতিহাসে ধামাকাদার কোন কিছু ৷ বাহুবলি দিয়ে যেমন তেলেগু ইন্ডাষ্ট্রি চেঞ্জ হয়ে গিয়েছিল , kgf দিয়ে কান্নাডা ইন্ডাষ্ট্রি চেঞ্জ হয়ে গিয়েছিল ৷ এই দুই সিনেমার মাধ্যমে দুই ইন্ডাষ্ট্রির পরিচালক প্রডিউসারগণ বলিউডের সাথে টেক্কা দেওয়ার মত বিগ বাজেটের মুভি বানানোর সাহস পেয়েছিল ৷ ঠিক তেমন ভাবে, তুফান সিনেমার পরিচালক সহ সমস্ত সিনেমা প্রেমিরা আশাবাদী যে তুফানের মাধ্যেই বাংলা সিনেমার ধারা চেঞ্জ হয়ে যাবে ৷


সিনেমা দেখার জন্য উৎসাহী সিনেমাপ্রেমি সিলেটবাসী আপনাদের আসনটি নিশ্চিত করুন এখনই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বুকিং করা যাবে টিকেট ও তথ্য 01712597873।

টিকিট মূল্যঃ  

ভিআইপি সোফা - ২৫০/–

ভিআইপি চেয়ার - ২০০/-

ডিসি - ১৫০/-

অনুপম - ১০০/-


শো টাইম: 

প্রতিদিন ৫ শো

সকাল ৯টা, দুপুর-১২টা, বিকাল-৩টা

সন্ধ্যা-৬টা এবং রাত-৯টাই

সর্বশেষ