• ২০২৬ জানুয়ারী ১৪, বুধবার, ১৪৩২ মাঘ ১
  • সর্বশেষ আপডেট : ০৬:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট জিএনছি স্কুল ক্রিকেট উদ্বোধন

  • প্রকাশিত ০৬:০১ অপরাহ্ন বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬
সিলেট জিএনছি স্কুল ক্রিকেট উদ্বোধন
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি) :

সিলেট ঐতিহাসিক এমসি কলেজ মাঠে জিএনছি স্কুল ক্রিকেট ২০২৬ উদ্বোধন হয়েছে গ্রাসরুট ক্রিকেটের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই টুর্নামেন্টে সিলেটের বিভিন্ন স্কুলের মাঝে ১৬ টি স্কুল অংশগ্রহণ করে, যা তরুণ প্রতিভাদের তাদের দক্ষতা, শৃঙ্খলা এবং ক্রীড়াবিদত্ব প্রদর্শনের জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম প্রদান করবে। 


আজ ১৪ জানুয়ারি সিলেট এর এমসি কলেজ মাঠে উদ্বোধন হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মি. রাহাত শামস, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগের সহ-সভাপতি মি. সাদাত হোসেন।

এ অনুষ্ঠানে জিএনসি -এর প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রাফি, জহিরুল হক হিরু, আলী ওয়াসিকুজ্জামান অনি, আব্দুল ওয়াদুদ সুইট এবং আরও কয়েকজন উপস্থিত ছিলেন। জিএনসি মানে গ্রে নিকলস ক্রিকেটার্স, ১৯৮০-এর দশকের একটি পথিকৃৎ ক্রিকেট ক্লাব। তাদের উপস্থিতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী তরুণ ক্রিকেটারদের মধ্যে মর্যাদা এবং উৎসাহ যোগ করেছে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে, অতিথিরা ভবিষ্যতের জাতীয় খেলোয়াড়দের চিহ্নিতকরণ এবং লেখাপালনে স্কুল-স্তরের ক্রিকেটের গুরুত্বের উপর জোর দেন। তারা সিলেটে একটি কাঠামোগত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে জিএনসি স্কুল ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কোচ, সংগঠক, শিক্ষক এবং অভিভাবকরাও উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন। জিএনসি স্কুল ক্রিকেট ২০২৬ স্কুল শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট শিক্ষা, শারীরিক ফিটনেস এবং নেতৃত্ব প্রচার করতে এবং আঞ্চলিক ও জাতীয় ক্রিকেট উন্নয়নের জন্য একটি টেকসই পথ তৈরি করতে উদ্দেশ্য। 


ভিডিও https://www.facebook.com/share/r/1BvmoNP4et/

সর্বশেষ