• ২০২৬ জানুয়ারী ১৬, শুক্রবার, ১৪৩২ মাঘ ২
  • সর্বশেষ আপডেট : ০২:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় শেরপুর রোডে তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ:

  • প্রকাশিত ০৩:০১ পূর্বাহ্ন শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬
বগুড়ায় শেরপুর রোডে তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ:
File
নিজস্ব প্রতিবেদক বগুড়া সদর: মুহুম্মাদ আবু নাঈম

★বগুড়ায় শেরপুর রোডে তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ:


নিজস্ব প্রতিবেদক বগুড়া সদর: মুহুম্মাদ আবু নাঈম


বগুড়া জেলার বিভিন্ন সড়কে প্রতিনিয়ত যানজট দেখা দিলেও শেরপুর রোডে পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে শেরপুর রোডের ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে ঠনঠনিয়া এলাকা হয়ে কলোনি ও বনানী অংশজুড়ে সারাদিনই লেগে থাকছে ব্যাপক যানজট।

স্থানীয়দের অভিযোগ, ঠনঠনিয়া এলাকায় গড়ে ওঠা একটি অপরিকল্পিত ঢাকা-গামী বাসস্ট্যান্ডই এই দীর্ঘস্থায়ী যানজটের মূল কারণ। খুবই স্বল্প জায়গায় যত্রতত্র বাস দাঁড় করানো, যাত্রী ওঠানামা ও সড়কের মাঝখানে বাস থামানোর কারণে পুরো রাস্তায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

দীর্ঘ কয়েক বছর ধরেই এই সমস্যাটি বিদ্যমান থাকলেও সাম্প্রতিক সময়ে যানজটের তীব্রতা আরও বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, রোগী, অফিসগামী মানুষসহ সব শ্রেণি-পেশার নাগরিক। বিশেষ করে ইবনে সিনা হাসপাতালসংলগ্ন এলাকায় রোগী ও অ্যাম্বুলেন্স চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যা মানবিক দিক থেকেও উদ্বেগজনক।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মতে, প্রশাসনের ভূমিকা কার্যত অনুপস্থিত। বারবার যানজট সৃষ্টি হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা ও নিয়মিত তদারকির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সচেতন মহলের ধারণা, প্রশাসনের কঠোর অবস্থান এবং ঢাকা-গামী অপরিকল্পিত ঠনঠনিয়া বাসস্ট্যান্ডটি দ্রুত অপসারণ করা হলে এই যানজট থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব। একই সঙ্গে বিকল্প পরিকল্পিত বাসস্ট্যান্ড, নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বগুড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে জনভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সর্বশেষ