• ২০২৪ নভেম্বর ২৩, শনিবার, ১৪৩১ অগ্রহায়ণ ৯
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আইজিপির কাছ থেকে বর্ষসেরা পুরুষ্কার গ্রহন করলেন পাবেল

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
আইজিপির কাছ থেকে বর্ষসেরা পুরুষ্কার গ্রহন করলেন পাবেল
টাইম বাংলা
সিলেট অফিস :


সারা বছর ব্যাপি সাংবাদিকদের সাথে সমন্বয় করে নিউজ প্রচার করা, অফিসিয়াল ফেইসবুক পেইজ পরিচালনা করা, একই সাথে মিডিয়া ও হিসাব শাখায় কাজ করার পাশাপাশি মানব পাচার মামলায় ভয়ংকর ৩ জন আসামী গ্রেফতার, গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ, মোবাইল উদ্ধারসহ অন্যান্য পেশাদারিত্ব কাজের স্বীকৃতি স্বরুপ বর্ষসেরা পুরস্কার পেলেন জুড়ী উপজেলার কৃতি সন্তান ৭ এপিবিএন এর এএসআই   সহিদুর রহমান পাভেল ইতিপূর্বে নভেম্বর/২৩, জানুয়ারী/২৪ এবং মার্চ/ ২৪ খ্রিঃ  মাসেও শ্রেষ্ট অফিসারের পুরস্কার পেয়েছেন তিনি।

বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পাশাপাশি সারা বছর  ভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ বর্ষসেরা পুরস্কারও দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় আইজিপি মহোদয় বলেন “আমি এই ৭এপিবিএন কাজ করেছি, তখন ৭এপিবিএন মহালছড়ি ছিল, সেই হিসাবে আমিও ৭এপিবিএন একজন সদস্য। ৭এপিবিএন এ একজন অতিরিক্ত পুলিশ সুপার ছাড়া আর কোন সিনিয়র অফিসার না থাকার পরেও শুধুমাত্র তাদের অধিনায়কের প্রতি সকল সদস্যদের শ্রদ্বা ও ভালবাসা থাকার কারনে এত সুন্দর অনুষ্ঠান তারা করতে পেরেছে বলে আমি মনে করি। এইজন্য ৭এপিবিএন এর অধিনায়ক মহোদয় এবং সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাই। বার্ষরিক ক্রীড়ার পাশাপাশি ভাল কাজ করার জন্য বিভিন্ন নামে যে বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়ে তা ৭এপিবিএন সদস্যদের পেশাদারিত্বের প্রমান বহন করে।” এর আগে মাননীয় আইজিপি মহোদয় একটি ফলজ বৃক্ষের চারা রোপন করেন। 


সভাপতির বক্তব্যে ৭এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার ফরিদুল ইসলাম মহোদয় মাননীয় আইজিপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা  ও ধন্যবাদ জ্ঞ্যাপন  করেন।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাননীয় আইজিপি মহোদয়কে নিয়ে এএসআই পাবেল এর লেখা গান ৭এপিবিএন এর সাংস্কৃতিকগোষ্টির সদস্যরা পরিবেশন করেন। ব্যাটালিয়ন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার ফরিদুল ইসলাম মহোদয় ও উনার সহধর্মিণীসহ অন্যান্য শিল্পীগন গান পরিবেশন করেন। উপস্থিত অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সর্বশেষ