• ২০২৪ সেপ্টেম্বর ০৮, রবিবার, ১৪৩১ ভাদ্র ২৩
  • সর্বশেষ আপডেট : ০২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শিক্ষার্থীরা আদালত থেকে ন্যায় বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না: শেখ হাসিনা

  • প্রকাশিত ০৫:০৯ পূর্বাহ্ন রবিবার, সেপ্টেম্বর ০৮, ২০২৪
শিক্ষার্থীরা আদালত থেকে ন্যায় বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করে। 

''আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ সর্বোচ্চ আদালত থেকৈ ন্যায় বিচার পাবে। তাদের হতাশ হতে হবে না,'' বলেছেন শেখ হাসিনা। 

তিনি বলেন, ''আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী ঘটনা চালিয়েছে, এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ''

''আমি আরো ঘোষণা করছি,হত্যাকাণ্ডসহ যেসকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সেসকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। ''

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ''সরকার হাইকোর্টের রায়ৈর বিরুদ্ধে আপিল করেছে। আদালতে শুনানির তারিখ রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়ছে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে সকলকে অপক্ষো করার অনরোধ করছি।''

সর্বশেষ