• ২০২৫ সেপ্টেম্বর ১৮, বৃহস্পতিবার, ১৪৩২ আশ্বিন ২
  • সর্বশেষ আপডেট : ১১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট লোহার বারে আঘাত ট্রাক-হেল্পারের মৃত্যু

  • প্রকাশিত ১২:০৯ পূর্বাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সিলেট লোহার বারে আঘাত ট্রাক-হেল্পারের মৃত্যু
time bangla
সিলেট অফিস :

সিলেট মহানগরের কাজিরবাজার সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারে আঘাতপ্রাপ্ত হয়ে ট্রাকের উপরে থাকা এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রায়হান আহমদ (১৮) সিলেটের এয়ারপোর্ট থানার রংগিটিলা গ্রামের গনি মিয়ার ছেলে।

মঙ্গলবার বেলা ২টার দিকে সেতুটির উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রায়হান আহমদ ট্রাকে মালামাল লোড-আনলোডের কাজ করতেন।

মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার হিংগারপুর এলাকা থেকে পাথর নিয়ে আসা ট্রাকে হেল্পার হিসেবে ছিলো সে। ট্রাকটি কাজিরবাজার ব্রিজ হয়ে দক্ষিণ সুরমার চাঁদনিঘাটে যাচ্ছিলো। দুপুর ২টার দিকে কাজিরবাজারে ব্রিজে ট্রাকটি উঠতে গেলে উপরে থাকা রায়হানের মুখমন্ডলে মারাত্মক তীব্র আঘাত লাগে সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারের। এসময় তার মুখ থেতলে যায়। ট্রাকচালক ও অন্য হেল্পাররা এসময় তাকে একটি অ্যাম্বুলেন্সযোগ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- নিহতের স্বজনরা আবেদন করেছেন ময়না তদ্ন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার। বিষয়টি প্রক্রিয়াধীন।

সর্বশেষ