• ২০২৫ জানুয়ারী ২৮, মঙ্গলবার, ১৪৩১ মাঘ ১৫
  • সর্বশেষ আপডেট : ০৭:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অপকর্মে জড়িতদের বিরুদ্ধে তদন্তে সিলেটে যুবদলের গোয়েন্দা দল

  • প্রকাশিত ০৭:০১ পূর্বাহ্ন মঙ্গলবার, জানুয়ারী ২৮, ২০২৫
অপকর্মে জড়িতদের বিরুদ্ধে তদন্তে সিলেটে যুবদলের গোয়েন্দা দল
ফাইল ছবি
সিলেট অফিস :

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই চাঁদাবাজি, দখলদারিত্ব ও চোরাকারবারি সিন্ডিকেটে নাম আসছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কতিপয় কিছু নেতাকর্মীর।

দলের হাইকমান্ড এসব ‘অপকর্মে’ জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষনিক নানা ব্যবস্থা নিলেও থামছে না এসব কর্মকাণ্ড। এবার এসব অভিযোগ তদন্তে সিলেটে এসেছে কেন্দ্রীয় যুবদলের ‘গোয়েন্দা দল’।

জানা গেছে, শুক্রবার (১ নভেম্বর) সিলেটে এসেছেন কেন্দ্রীয় যুবদলের ‘গোয়েন্দা দলের’ সদস্যরা। তারা দুদিনের তদন্ত শেষে কেন্দ্রে প্রতিবেদন জমা দিবেন। এতে যারা দোষি হবেন তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিবে কেন্দ্র। দায়িত্বশীল একটি সূত্র এসব বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপর  সিলেট জেলা ও মহানগর যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ সামনে আসে। এমনকি সিলেটের বহুল আলোচিত ‘বুঙ্গা’র চিনি কারবারের সাথে যুবদলের বেশ কিছু নেতাকর্মী জড়িত থাকার অভিযোগ ওঠে। যা সীমান্ত পথ দিয়ে ভারত থেকে অবৈধভাবে সিলেট শহরে আসে। এরমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৭ অক্টোবর জেলা যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই ও মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদকে বহিস্কার করে কেন্দ্র।

সিলেট জেলা ও মহানগর যুবদলে একটি সূত্র জানিয়েছে, পাঁচ আগস্টের পর দলীয় যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ ওঠেছে সেগুলো তদন্তে কেন্দ্র থেকে দুই সদস্যের একটি ‘গোয়েন্দা দল’ সিলেটে এসেছে। সিলেটে পৌঁছে ‘গোয়েন্দা দল’ জেলায় কয়েকটি ‍উপজেলা পরির্দশন করে স্থানীয় মানুষ ও দলের তৃণমুলের নেতাকর্মীর সঙ্গে কথা বলেছেন।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, সরকার পতনের পর কিছু স্থানে যুবদলের নাম ভাঙিয়ে অপকর্মের অভিযোগ ওঠে। তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে এসব সুযোগসন্ধানীদের ব্যাপারে সবাইকে সতর্ক করেছি আমরা। 

সর্বশেষ