• ২০২৫ এপ্রিল ০৪, শুক্রবার, ১৪৩১ চৈত্র ২১
  • সর্বশেষ আপডেট : ১১:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট খাসদবীর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় লাখ টাকার গাড়ি উদ্ধার

  • প্রকাশিত ০৭:০৪ অপরাহ্ন শুক্রবার, এপ্রিল ০৪, ২০২৫
সিলেট খাসদবীর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় লাখ টাকার গাড়ি উদ্ধার
time bangla
সিলেট অফিস :

সিলেট নগরীর খাসদবীর দারুসালাম মাদ্রাসা রোডের সবুজ ভিলা থেকে পরিত্যক্ত অবস্থায় ছাত্রলীগ নেতা রাহেল সিরাজের  ৬ লাখ টাকার গাড়ি Starlet cerat মডেল 1998  ঢাকা মেট্রো-গ ১৩-৮৪৫৬ উদ্ধার করা হয়েছে।

৪ সেপ্টেম্বর সিলেট মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও বাসায় বাসায় তাল্লাশি সহ হত্যাচেষ্টার প্রধান হুতা সিলেট জেলা ছাত্রলীগ এর সাধারন সম্পাদক রাহেল সিরাজ। উনার নামে একাদিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন দেশের বাহিরে এরমধ্যেই জানা গেছে রাহেল সিরাজ কলকাতায় অবস্থান করছেন।

রবিবার ০৩ নভেম্বর দারুসালাম মাদ্রাসা রোডের সবুজ ভিলা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় এলাকাবাসী জানান, পরিত্যক্ত গাড়ির মালিক সিলেট জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

সিলেট আম্বরখানা ফাঁড়ির এ এস আই শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হই । গাড়িটি এখন সবুজ ভিলার মালিকের হেফাজতে আছে । পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ