আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রিমান্ড শুনানির সময় তার আইনজীবী স্বপন রায় চৌধুরীকে মারধর করে আদালত থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিতি সাংবাদিক তসলিম হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, রিমান্ড শুনানিতে আমির হোসেন আমুর রিমান্ডের পক্ষে বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
এই সময় তার বক্তব্যটি রাজনৈতিক বলে উল্লেখ করেন মি. আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী।
তখন আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা মি. চৌধুরীকে মারধর শুরু করেন এবং তাকে আদালত থেকে বের করে দেন।
পরে মি. চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, “আমির হোসেন আমুর গ্রেফতারের বিষয়ে কোন কথা না বলে রাজনৈতিক কথা বলেছে। আমি এটা বলায়, সরকারপক্ষীয় আইনজীবীরা আমার ওপর অত্যাচার চালায়, আমার গায়ে লাথি মারে, কলার ছিড়ে ফেলে, পিটাতে পিটাতে শুইয়ে ফেলে।"
তিনি আরো অভিযোগ করেছেন, "অন্তত ১০ থেকে ২০ জন অ্যাডভোকেট আমার ওপর এই অত্যাচার চালায়। মাননীয় কোর্ট সেখানে নীরব ছিল। আমি কোন নিরাপত্তা পাইনি। বাংলাদেশ যে এখন নিরাপত্তাহীন অবস্থায় আছে, তার প্রমাণ আমরা আইনজীবীরা আদালতে কোন মামলায় কথা বলতে পারি না।”
আইনজীবীরা জানিয়েছেন, মি. আমু আদালতে বলেছেন, তার আইনজীবীর কথা বলাকে কেন্দ্র করে যে পরিবেশ তিনি দেখলেন, তাতে তিনি কোনো ধরনের কথা বলতে চান না।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে আমির হোসেন আমুর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বুধবার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
পরে আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মতামত দিন