• ২০২৪ নভেম্বর ২১, বৃহস্পতিবার, ১৪৩১ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ১২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বঙ্গভবনে শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা কার কী দপ্তর

  • প্রকাশিত ১২:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বঙ্গভবনে শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা কার কী দপ্তর
ছবি: বিটিভি থেকে নেওয়া
ডেস্ক রিপোর্ট :

অন্তবর্তী সরকার গঠনের তিন মাস পর উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন নতুন আরও তিন মুখ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তারা শপথ নেন।

নতুন এই তিন উপদেষ্টা হলেন— শেখ বশির উদ্দিন, মাহফুজ আলম ও মোস্তফা সরয়ার ফারুকী। নতুন এই উপদেষ্টারা সরকারে যোগদানের পর বণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।

আওয়ামী লীগ সরকার পতনের তিনদিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ উপদেষ্টা দায়িত্ব নেন। পরে দুই দফায় আরও তিন উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

সরকার গঠনের নয় দিনের মাথায় ১৭ আগস্ট উপদেষ্টা পরিষদের আকার বাড়ান প্রধান উপদেষ্টা। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ ২১ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

উপদেষ্টা পরিষদের আকার বাড়ার বিষয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কারা কারা সরকারে যোগ হচ্ছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নতুন তিনজন যুক্ত হওয়ায় এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

সর্বশেষ