• ২০২৫ সেপ্টেম্বর ০৯, মঙ্গলবার, ১৪৩২ ভাদ্র ২৫
  • সর্বশেষ আপডেট : ০৬:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাজারে আগুন

  • প্রকাশিত ০৮:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ০৯, ২০২৫
বাজারে আগুন
time bangla
মোঃ সহিদুর রহমান পাবেল ( কবি ও এএসআই বাংলাদেশ পুলিশ )


পাশে এসে বাতাশ ছাড়ে বাসায় খেয়ে মুলা 

কি দিয়ে খাবে আর বাংলাদেশি পোলা।

মুলাও নাকি বাজারে এখন অনেক দামী মাল

সবজি,মসলা, মাছ মাংসে দামে নাই তাল। 


আহা কি বাজারে আগুন সব কিছুর দামে

শৃংখলা নাই রাস্তাতেও পড়ে থাকি জ্যামে।

অল্প টাকার চাকুরী করে সংসার কেমনে চলে

জিনিস পত্রের দাম শোনে মন কত কথা বলে। 


শ্রমজীবি মানুষেরা আছে কত কষ্টে

এদের কষ্ট পড়েনা নারে ভাই কারই দৃষ্টে।

মধ্যবৃত্তের কথা তো আর নাই বল্লাম মুখে

কইতে পারে না, সইতে পারে না আছে কত দুখে।


বাজার নিয়ন্ত্রন করতে হলে ভাংতে হবে সিন্ডিকেট 

কালো টাকায় ভরে গেছে এই চোরদের পকেট। 

চোরমুক্ত দেশ করার তরে একটাই মোর চাওয়া

সবার নিয়াত হোক যেন ভাই হালাল রিজিক খাওয়া।

সর্বশেষ