সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২ রানে হারিয়েছে আয়ারল্যান্ড সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ১৭০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে শতরান আসলেও শেষটা ভালো করতে পারেনি টাইগ্রেসরা। বিনা উইকেটে শতরানে জয়টা সময়ের অপেক্ষাই ভাবা হচ্ছিল। দলীয় ১০৩ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই যেন সব এলোমেলো হয়ে গেল। ৭ রানের ব্যবধানে পতন হয় তিন উইকেটের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। বাংলাদেশকে ১২ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী আয়ারল্যান্ড।
প্রথম টি-টোয়েন্টি স্কোর :
মতামত দিন