২৭.০৬.২০২১
কুড়িগ্রাম থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে গাজীপুর থেকে উদ্ধার করে শনিবার (২৭ জুন) কুড়িগ্রামে নিয়ে আসে সদর থানা পুলিশের দুটি দল।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের এক কিশোরী(১৭) প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় একই এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র জাবেদ আলীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে জাবেদ আলীসহ তার পরিবারের ৪ জনকে আসামী করে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করে নিখোঁজ কিশোরীর পরিবার। অভিযোগের প্রেক্ষিতে প্রায় তিন মাসের তদন্তে গাজীপুরের কোনাবাড়ী থেকে কোনাবাড়ী থানা পুলিশের সহায়তায় অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয় কুড়িগ্রাম সদর থানা পুলিশ। তবে পুলিশ অভিযুক্ত জাবেদ আলীকে গ্রেফতার করতে পারেনি।
পৃথক একটি ঘটনায় গত ৫ জুন একই উপজেলার একই গ্রামের (কৃষ্ণপুর গ্রামের) অপর এক কিশোরী (১৬) নিখোঁজ হয়। এ ঘটনায় জেলার নাগেশ্বরী উপজেলার বালাশী গ্রামের ফজলুল হকের পুত্র নিখোঁজ কিশোরীর খালাতো ভাই শরিফুল ইসলামকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করে কিশোরীর পরিবার। ঘটনার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে ‘অপহৃত’ কিশোরীকে উদ্ধারসহ অভিযুক্ত যুবককেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে শনিবার(২৭ জুন) দুপুরে তাদের কুড়িগ্রাম সদর থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, দুই কিশোরী ‘অপহরণের’ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো.শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই কিশোরী বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। গ্রেফতার যুবকসহ দুই কিশোরীকে রবিবার আদালতে নেওয়া হবে। এ ঘটনায় জড়িত অপর আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মতামত দিন