• ২০২৫ Jul ২৬, শনিবার, ১৪৩২ শ্রাবণ ১০
  • সর্বশেষ আপডেট : ১০:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট পর্বে বিপিএল গ্যালারিতে দর্শক ঢল

  • প্রকাশিত ০২:০৭ পূর্বাহ্ন শনিবার, Jul ২৬, ২০২৫
সিলেট পর্বে বিপিএল গ্যালারিতে দর্শক ঢল
time bangla
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ) :

সিলেট পর্বের প্রথম খেলাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দর্শকদের ভীড় দেখা গেছে গ্যালারিতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে গ্যালারী হয়েছে কানায় কানায়  পরিপূন সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

গ্যালারিতে দর্শক ঢল নেমেছে ক্রিকেট ম্যাচ দেখতে ক্রিকেটপ্রেমি সিলেটবাসীর উন্মাদনা চোখে পড়ার মতো।

সিলেটের মাঠে সবসময় গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকে। জাতীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো খেলায় সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা আনন্দের সাথে খেলা উপভোগ করেন। এখানে আরও বেশ বেশি খেলা হবে সেই প্রত্যাশা করি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৫ রানের বিশাল পুঁজি পায় সিলেট। জবাবে অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর। 

হেলস অপরাজিত ছিলেন ৫৬ বলে ১১৩ রানে। এবারের বিপিএলে টানা চার ম্যাচেই জয় পেল তারা। আর সিলেট তাদের খেলা দুই ম্যাচেই হেরেছে।

সর্বশেষ