তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠাতা সদস্য ও অন্যতম পৃষ্ঠপোষক জনাব নুরুল ইসলাম খান নজরুল প্রবাস জীবন থেকে অবকাশ যাপনে এলে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্য উনাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
১২ জানুয়ারী রবিবার তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার সকল সদস্যসের উপস্থিততে অস্থায়ী কার্যালয় উনাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপস্থিত ছিলেন, আহ্বায়ক মফিজুর রহমান বারেক সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আব্দুল হাফিজ খান শামীম,যুগ্ম আহবায়ক মিনার হোসেন মিনার,যুগ্ম আহবায়ক আক্তার হুসেইন,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিসবাহ, সিনিয়র সদস্য মো ;মোসলেহ উদ্দিন,সদস্য সচিব মহিবুর রহমান রানা, সিনিয়র সদস্য রাহাত খান রাছি, আমান খান কয়েছ ,আকরাম খান আদর, মুছাব খান,শেখ আকিব,দিলওয়ার তালুকদার প্রমূখ।
মতামত দিন