• ২০২৫ Jul ২৬, শনিবার, ১৪৩২ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ০৮:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ছিনতাইকারীর কবলে অভিনেতা হারুন,

  • প্রকাশিত ০৮:০৭ পূর্বাহ্ন শনিবার, Jul ২৬, ২০২৫
ছিনতাইকারীর কবলে অভিনেতা হারুন,
File
মোশারফ হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ঢাকা

দেশে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে ছিনতাই। সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে আজকাল নিয়মিত চোখে পড়ে ছিনতাইকারীর উৎপাতের খবর। এবার এর ভুক্তভোগী অভিনেতা হারুন রশিদ। শনিবার রাত ১১টার দিকে শুটিং শেষে ফেরার পথে ছিনতাইয়ে শিকার হন তিনি। 

রাতে সামাজিক মাধ্যমে খবরটি জানিয়ে তিনি লেখেন, ‘কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়া যায় নাই টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।’

সর্বশেষ