• ২০২৫ Jul ২৬, শনিবার, ১৪৩২ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জিম্বাবুয়ে বিপক্ষে ঘরের মাঠে ৭ বছর পর টেস্টে হারাল বাংলাদেশ

  • প্রকাশিত ০৪:০৭ অপরাহ্ন শনিবার, Jul ২৬, ২০২৫
জিম্বাবুয়ে বিপক্ষে ঘরের মাঠে ৭ বছর পর টেস্টে হারাল বাংলাদেশ
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল :

সিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। এতে ৪ বছর পর কোনা টেস্ট ম্যাচ এবং বাংলাদেশের বিপক্ষে ৭ বছর পর টেস্ট জিতল ক্রেগ আরভিনের দল।

সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৭৩ রান করে সফরকারীর। পরে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৫৫ রান করায় জয়ের জন্য জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান। যা তাড়া করলেও ৭ উইকেট পর্যন্ত হারাতে হয় তাদের।

১৭৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান রীতিমতো ঝড় তোলেন! বিশেষ করে বেনেট শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন। বেনেটের থেকে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও বাংলাদেশি বোলারদের খেলতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি কারানকে। দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন ফিফটি না পাওয়ার আফসোস সঙ্গী করে!

বেন কারেনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিরাজ। তবে যাওয়ার আগে উদ্বোধনী জুটিতে ৯৫ রান করে জয়ের ভিত গড়ে দেন তারা। ৭৫ বলে ৪৪ রান করে ফেরেন জিম্বাবুয়ে ওপেনার। এরপর দ্রুত বিদায় নেন নিক ওয়েলচ (১০) ও শন উইলিয়ামস (৯)।

আরেক ওপেনার বেনেট ফিফটি হাঁকিয়ে লড়তে থাকলেও তাকে বেশিক্ষণ টিকতে দেননি মিরাজ। ৮১ বলে ৫৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। জয়ের আশা তৈরি হয় বাংলাদেশের। তবে সেই আশা ম্লান করে দেন মাধেভেরে। বাকিদের আসা-যাওয়ার মাঝে চালান লড়াই। ৫৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। মাঝে ২০ বলে ১২ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মাসাকাদজা।

এদিকে দ্বিতীয় ইনিংসেও ফাইফার পেয়েছেন মিরাজ। দুই ইনিংসেই ফাইফারসহ ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। একই সঙ্গে টেস্টে ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন এই অফ স্পিনার।

সর্বশেষ