• ২০২৫ Jul ২২, মঙ্গলবার, ১৪৩২ শ্রাবণ ৬
  • সর্বশেষ আপডেট : ০৫:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নারী-শিশুসহ দগ্ধ ২৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে

  • প্রকাশিত ০৫:০৭ পূর্বাহ্ন মঙ্গলবার, Jul ২২, ২০২৫
উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নারী-শিশুসহ দগ্ধ ২৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে
File
শহীদুর রহমান জুয়েল

উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নারী-শিশুসহ দগ্ধ ২৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে

  



রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এছাড়া অন্যান্য হাসপাতালে অসংখ্য শিক্ষার্থী চিকিৎসা নিতে জরুরি বিভাগে রয়েছে।



সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়েছে।



বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী-শিশুসহ অন্তত ২৬ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী রয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।



উল্লেখ্য, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।

সর্বশেষ