কক্সবাজার উখিয়া সীমান্তে ৬৪ বিজিবির কাছে এক আরাকান আর্মি সদস্যের আত্মসমর্পণ!
মতিউল ইসলাম (কক্সবাজার)
সম্প্রতি সময়ে মায়নমারের বিদ্রোহী গোষ্টী এবং আরাকান আর্মির চলমান সংঘর্ষে।কয়েক মাস পর পর আরাকান আর্মিরা বাংলাদেশ সীমান্তে এসে বিজিবির কাছে আত্মসমর্পণ করে। পালিয়ে আসা আরকান আর্মি সদস্য জীবনের তথ্য অনুযায়ী, মংডুর ক্যাম্প থেকে আরকান আর্মির ৩০০ সদস্য পালিয়ে গেছে তারা যে কোন মুহূর্তে বাংলাদেশ বিজিবির কাছে আত্মসমর্পণ করতে পারে।
অনুসন্ধান আরো জানা গেছে,
কক্সবাজারের উখিয়া সীমান্তে আরাকান আর্মির এক সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গা (২১) নিজেকে বাংলাদেশের নাগরিক দাবী করেছে। স্বীকারোক্তির বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে জীবন।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সোমবার সকাল ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে মিয়ানমার থেকে ‘অস্ত্রসহ ওই অনুপ্রবেশকারি’ বিজিবির কাছে আত্মসমর্পণ করে। তার কাছে ছিলো অত্যাধুনিক একটি বিদেশি একে-৪৭, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন।
লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, আরাকান আর্মির সদস্য জীবন তঞ্চঙ্গা সীমান্ত পার করে এসে বিজিবি সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এসময় বিজিবির সদস্যরা অস্ত্রটি জব্দ করে তাকে হেফাজতে নেয়।
বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তের ওপারে মংডুর একটি ক্যাম্প থেকে পালিয়ে ব্যক্তিগত নিরাপত্তা হুমকির আশঙ্কায় বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। সে জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে আরো প্রায় ৩শর মতো আরাকান আর্মির সদস্য মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে। তারাও যেকোনো সময় পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসে আত্মসমর্পণ করতে পারে।
পালিয়ে যাওয়া ওইসব সদস্য বাংলাদেশী নাগরিক কি-না- এমন কোনো তথ্য আত্মসমর্পণকারী বিজিবির কাছে দিয়েছে কি-না জানতে চাইলে লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, সে সবাইকে চিনে না, তাই এমন কোনো তথ্য দেয়নি। তারা ক্যাম্পে টিকতে না পেরে পালাচ্ছে।
আত্মসমর্পণকারী ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।এই বিষয়ে উখিয়া থানার বিচক্ষণ অফিসার ইনচার্জ আরিফ হোসেনের বক্তব্য দেওয়া হলে তিনি বলেন, জীবনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়া সম্পন্ন করে,তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত দিন