• ২০২৬ জানুয়ারী ২২, বৃহস্পতিবার, ১৪৩২ মাঘ ৯
  • সর্বশেষ আপডেট : ০৭:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

লুট হওয়া সাদাপাথর নিজ উদ্যোগে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন

  • প্রকাশিত ০৭:০১ অপরাহ্ন বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬
লুট হওয়া সাদাপাথর  নিজ উদ্যোগে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার লুট হওয়া সাদাপাথর সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে ও খরচে যথাস্থানে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এই সময়ের পর কারো কাছে সাদাপাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিংও করা হয়েছে।

সিলেটের নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম জানান- এখনো কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় কিছু পাথর অনেকেই লুকিয়ে রেখেছেন। 

এসব পাথর উদ্ধারের বিষয়ে আজ (শনিবার) এই দুই উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী- সোমবার বিকেল ৫ টার মধ্যে যাদের কাছে এখনো সাদা পাথর রয়েছে তারা নিজ খরচ ও উদ্যোগে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পৌঁছে দিতে বলা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে সহযোগিতা করবেন।

সর্বশেষ