সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার লুট হওয়া সাদাপাথর সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে ও খরচে যথাস্থানে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
এই সময়ের পর কারো কাছে সাদাপাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিংও করা হয়েছে।
সিলেটের নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম জানান- এখনো কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় কিছু পাথর অনেকেই লুকিয়ে রেখেছেন।
এসব পাথর উদ্ধারের বিষয়ে আজ (শনিবার) এই দুই উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী- সোমবার বিকেল ৫ টার মধ্যে যাদের কাছে এখনো সাদা পাথর রয়েছে তারা নিজ খরচ ও উদ্যোগে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পৌঁছে দিতে বলা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে সহযোগিতা করবেন।
মতামত দিন