সমুদ্রে অপরাধীর বিরুদ্ধে কটোর অবস্থানে
টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি-আপেল মাহমুদ
মতিউল ইসলাম (কক্সবাজার)
সাগর নন্দিনী কক্সবাজারে হাজারো বেদনার মাঝে সমুদ্রের লোনা পানিতে গা- ভাসিয়ে গোসল করে নিজেদের মনে স্বস্তির আশায় সৈকতে আসে পর্যটক।পর্যটকদের বিনোদনের কিছু ভিডিও ফুটেজ চুরি করে ধারণ করে অনলাইনে ছেড়ে দেওয়া একজন প্রতারক কে অবশেষে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ।টুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে সমুদ্র সৈকত কোন ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করবে না টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। সেই যতই শক্তিশালী এবং ক্ষমতাসীন হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টা প্রস্তুত রয়েছে বাংলাদেশ টুরিস্ট পুলিশ। অনুসন্ধানে জানা গেছে পর্যটকদের সেবা দিতে টুরিস্ট পুলিশ অঙ্গীকারবদ্ধ।
তার পরিপ্রেক্ষিতে কক্সবাজারে সমুদ্র সৈকতে আগত পর্যটকদের গোসলের দৃশ্য সহ আপনজনদের সাথে একান্ত বসে থাকার বিভিন্ন দৃশ্য তথা আগত মহিলা পর্যটকদের চলাফেরার, গোসলের বসে থাকার দৃশ্য গোপনে ভিডিও ধারণ করে ফেসবুক ব্যবসা করে আসছিল টিকটকার ইউনুস। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিকালে কক্সবাজার টুরিস্ট পুলিশের একটি বিশেষ টিম (সাব ইন্সপেক্টর অভিজিতের নেতৃত্বে ) ইউনুস কে কৌশলে গ্রেফতার করে। এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত।
এই বিষয়ে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন,
এটা সম্পূর্ণ নিন্দনীয় অপরাধ। এ ধরনের অপরাধীরা কক্সবাজারের ভাবমূর্তি নষ্ট করছে। তাদের সকলকে এক এক করে গ্রেফতার করা হবে। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না।পযর্টন নগরী ককসবাজার সমুদ্র সৈকতের পযর্টকদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে টুরিস্ট পুলিশ সদা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ।
মতামত দিন