• ২০২৫ অগাস্ট ৩০, শনিবার, ১৪৩২ ভাদ্র ১৪
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে পলাতক আসামি রুবেল গ্রেপ্ত

  • প্রকাশিত ০৫:০৮ পূর্বাহ্ন শনিবার, অগাস্ট ৩০, ২০২৫
কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে পলাতক আসামি রুবেল গ্রেপ্ত
File
মতিউল ইসলাম (মতি)

কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে পলাতক আসামি রুবেল গ্রেপ্ত 


মতিউল ইসলাম মতি (কক্সবাজার) 



সম্প্রতি সময়ে পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্রিয় হয়ে উঠেছে কুতুবদিয়ে থানা পুলিশ। তাদের অভিযানে প্রতিদিনের মতো আইনের আওতায় আসছে দাগিও পলাতক আসামি। অনুসন্ধানে জানা গেছে, 

কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭/০৮/২০২৫ইং তারিখ কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কুতুবদিয়া থানাধীন লেমশীখালী ছিন্নিখাইয়া পাড়া এলাকা হইতে  জিআর- ১৬৮/২৪(১), ধারা- ৪১৯/৪০৬/৪২০/৩৪ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামী মোঃ রুবেল(২৫),  পিতা- আক্তার আহম্মদ, সাং- ছিন্নিখাইয়া পাড়া, ০৬নং ওয়ার্ড, লেমশীখালী ইউপি, থানা- কুতুবদিয়া,রুবেল নামে একজন ওয়ারেন্ট আসামী একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। 

অবশেষে গতকাল থাকে গ্রেফতার করেন পুলিশ।কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেনের বক্তব্যে নেওয়াহলে। তিনি বলেন  সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে তামিল অভিযান অব্যাহত রহিয়াছে।

সর্বশেষ