• ২০২৫ অগাস্ট ৩০, শনিবার, ১৪৩২ ভাদ্র ১৪
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সেন্টমার্টিন থেক গত ৫ দিনে ৭টি ট্রলারসহ ৫৩ জন জেলে অপহরণ করল আরাকান আর্মি

  • প্রকাশিত ০৫:০৮ পূর্বাহ্ন শনিবার, অগাস্ট ৩০, ২০২৫
সেন্টমার্টিন থেক গত ৫ দিনে ৭টি ট্রলারসহ ৫৩ জন জেলে অপহরণ করল আরাকান আর্মি
File
মতিউল ইসলাম (মতি)

সেন্টমার্টিন থেক গত ৫ দিনে ৭টি ট্রলারসহ ৫৩ জন জেলে অপহরণ করল আরাকান আর্মি


মতিউল ইসলাম (কক্সবাজার) 


কক্সবাজারে টেকনাফ উপজেলাধীন সীমান্তের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে একটি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।


সাগরে মাছ ধরার সময় সেন্টমার্টিন দ্বীপের সীতা নামক নিকটবর্তী এলাকা থেকে বুধবার দুপুরের দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।


টেকনাফ কাযুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ এ তথ্য জানিয়েছেন।


অপহরনের বরাতে তিনি আরও বলেন, জেলেসহ যে নৌযানটি আরাকান আর্মি ধরে নিয়ে গেছে, সেটির মালিক টেকনাফ পৌরসভার কাযুকখালীযাপাড়া বাসিন্দা নুরুল কায়সার। ওই ট্রলারে সাতজন ছিলেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি।


ওই ট্রলারের মাঝি দিল মোহাম্মদ সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে জানিয়ে সাজেদ আহমদ বলেন, সেন্টমার্টিনের দক্ষিণে সাগরে মাছ ধরার সময় স্পিডবোট নিয়ে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে। এসময় তারা কয়েকটি নৌযানকে ধাওয়া দেয়। এর মধ্যে একটি নৌযানসহ ৭ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যান আরাকান আর্মির সদস্যরা।


ট্রলার মালিক নুরুল কায়সার বলেন, আরাকান আর্মি বাংলাদেশ জলসীমানায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে জেলেসহ ট্রলারটি নিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাই।


এদিকে বিষয়টি শুনেছেন জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, প্রায় প্রতিদিনই আরাকান আর্মির সদস্যরা সাগর থেকে ফেরার পথে বাংলাদেশি জেলেদের অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে।


প্রসঙ্গত গত পাঁচ দিনে সাতটি ট্রলারসহ ৫৩ জন জেলেকে অপহরণ করা হয়েছে বলে ট্রলার মালিক সমিতি জানিয়েছে। তবে চলতি মাসে মোট ৬৫জন জেলেকে অপহরণ করা হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ