পাঁচ বছর পর মহেশখালীর আন্ডারগ্রাউন্ড মাফিয়া মো: আরিফ এসআই মহসীনের জালে আটক!
মতিউল ইসলাম (কক্সবাজার)
চট্টগ্রাম ইপিজেড থানার নারিকেল তলা এলাকায় গত ০৬/০৭/২০২১ ইং ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মাহবুব আক্তার খুনের মূল পরিকল্পনাকারী কক্সবাজার মহেশখালী কামারছড়া এলাকার ফকিরজুম পাড়ার মৃত: আজমতের পুত্র আন্ডারগ্র্যান্ডের মাফিয়া হত্যা মামলার আসামী মো: আরিফ কে পাঁচ বছর পাঁচ মাস পর ২৪/০৮ /২০২৫ ইং গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই)। চট্টগ্রাম এর বিচক্ষণ পুলিশ অফিসার মো: মহসীন চৌধুরী। মোহাম্মদ আরিফ গ্রেফতার হওয়ার পর তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোস্তফা এর আদালতে নিজে স্বীকারোক্তি প্রদান করে বলেন, ভিকটিম মাহবুবার শাশুড়ি নাজনিন বেগম তাহার পুত্রবধূকে খুন করার জন্য তার সাথে দেড় লক্ষ টাকার মৌখিক চুক্তি সম্পন্ন হয়। সেই পরিকল্পনামাফিক আরিফ আরো তিনজনকে নিয়ে ভিকটিম মাহবুবা কে নামাজে দাঁড়ানো অবস্থায় শ্বাসরুদ্ধ করে হত্যা করে। (পিবিআই) পুলিশ সূত্রে জানা গেছে মূল হত্যার সাথে জড়িত আরো তিনজনকে সনাক্ত করতে পেরেছে তদন্তকারী কর্মকর্তা। অপরাধীদের আইনের আওতায় আনার জন্য উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে,এমন প্রত্যাশা (পিবিআই) এর বিচক্ষণ পুলিশ অফিসার মো: মহসীন চৌধুরীর।একটি হত্যা মামলায় সত্য উত্থাপনের জন্য যে সমস্ত কলাকৌশল অবলম্বন করা দরকার মো: মহসিন তা করেছেন, তিনি সত্যি প্রশংসা দাবিদার। হত্যা মামলার বাদী মোহাম্মদ মিশকাত বলেন,আমরা আমাদের বোনের বিচারের দাবিতে পাঁচটি বছর অপেক্ষা করেছিলাম। শেষ পর্যন্ত চট্টগ্রাম (পিবিআই) এর বিচক্ষণ পুলিশ অফিসার এসআই মহসীন চৌধুরীর সার্বিক সহযোগিতায়। আমার বোনের হত্যাকারী মূল আসামীদের সনাক্ত করতে পেরেছি। মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে, এই বিচক্ষণ পুলিশ অফিসারের জন্য অনেক অনেক দোয়া রইল।
মতামত দিন