আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম লাক্কাতুরায় বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজ ও এশিয়া কাপের জন্য টাইগার বাহিনী দীর্ঘ প্রায় এক মাসের প্রস্তুতি নিয়েছে।
সেই প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন লিটন কুমার দাসদের প্রধান কোচ ফিল সিমন্স।
এই সিরিজকে ঘিরে সিলেটের ক্রিকেটপ্রেমীদের মাঝেও আছে উন্মাদনা। গত কয়েকদিন ধরে সিলেটে টানা ভারী বর্ষণ হচ্ছে তবে আজ সকাল থেকে টানা বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
এতে স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে গেছে এবং উইকেট ঢেকে রাখা হলেও মাঠ পুরোপুরি খেলার উপযোগী করতে সময় লাগতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের সামনে এশিয়া কাপ। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে প্রথমে মিরপুর এরপর সিলেটে প্রস্তুতি ক্যাম্প করছে দল। তবে সিলেটের ক্যাম্পের শুরু থেকেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। ফলে নিয়মিত অনুশীলন ও ক্যাম্প বাধাগ্রস্ত হয়। এবার বৃষ্টির পাল্লায় পড়তে পারে আন্তর্জাতিক সিরিজটিও।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের এই সিরিজটিই ডাচদের সঙ্গে টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। তাই ক্রিকেটপ্রেমীদের আগ্রহও অনেক বেশি। কিন্তু বৃষ্টি বাধা সিরিজের আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। আজ ৩০ আগস্ট প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
মতামত দিন