• ২০২৫ সেপ্টেম্বর ০৩, বুধবার, ১৪৩২ ভাদ্র ১৯
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৩৯ বল হাতে রেখেই জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

  • প্রকাশিত ০৬:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ০৩, ২০২৫
৩৯ বল হাতে রেখেই জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
time bangla
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ) :

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

১৪তম ওভারে বিক্রমজিৎ সিংকে টানা দুই ছক্কা মেরে বাংলাদেশকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন সাইফ হাসান। হাঁটু গেড়ে ফ্লিক করে প্রথম ছক্কাটি মারার পর পরের বলটিকে সাইট স্ক্রিনে আছড়ে ফেলেন সাইফ। ৩৯ বল হাতে রেখে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

অধিনায়ক লিটন দাস ২৯ বলে ৫৪ ও দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফ ১৯ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন।

ভারত নির্ধারিত সফর স্থগিত করায় এশিয়া কাপের আগে প্রস্তুতি সারতে নেদারল্যান্ডসকে ডেকে আনে বাংলাদেশ। সেই প্রস্তুতির প্রথম পর্বে বড় জয়ই পেল বাংলাদেশ।একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ সোমবার।

সংক্ষিপ্ত স্কোর : 

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৬/৮ (নিদামানুরু ২৬, ও’ডাউড ২৩, প্রিঙ্গল ১৬, শারিজ ১৫; তাসকিন ৪/২৮, সাইফ ২/১৮, মোস্তাফিজ ১/১৯)। বাংলাদেশ: ১৩.৩ ওভারে ১৩৮/২ (লিটন ৫৪*, সাইফ ৩৬*, তানজিদ ২৯, পারভেজ ১৫; প্রিঙ্গল ১/১৬, দত্ত ১/৩০)। ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী। সিরিজ: ৩–ম্যাচ সিরিজে বাংলাদেশ ১–০–তে এগিয়ে। ম্যান অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ।

সর্বশেষ