• ২০২৫ সেপ্টেম্বর ০৩, বুধবার, ১৪৩২ ভাদ্র ১৯
  • সর্বশেষ আপডেট : ০৬:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ খুটাখালী বিট কর্মকর্তা সহ ৫ বনকর্মীর উপর হামলা-থানায় মামলা!

  • প্রকাশিত ০৬:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ০৩, ২০২৫
উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ খুটাখালী বিট কর্মকর্তা সহ ৫ বনকর্মীর উপর হামলা-থানায় মামলা!
File
মতিউল ইসলাম (মতি)

উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ খুটাখালী বিট কর্মকর্তা সহ ৫ বনকর্মীর উপর হামলা-থানায় মামলা! 


 মতিউল ইসলাম (কক্সবাজার) 


কক্সবাজারে চকরিয়া খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বনকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অবৈধ কাঠ ভর্তি ডাম্পার গাড়ি "ছিনিয়ে" নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। টাইম বাংলা নিউজের অনুসন্ধানে জানা গেছে,গত (২৪ আগস্ট) রাত ৯টায়  চিহ্নিত বনখেকোদের হামলায় বিট কর্মকর্তা নাজমুল হকসহ পাঁচ বনকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।এসময় সন্ত্রাসীরা কাঠ ভর্তি একটি অবৈধ ডাম্পার গাড়ী ছিনিয়ে নিয়ে যায়।

উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের বক্তব্য নেওয়া হলে  তিনি বলেন। 

 ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিট এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে আকাশমণি গাছ কেটে পাচার করছিল একটি চক্র। খবর পেয়ে আমাদের বিট কর্মকর্তা ও তার টিমসহ অভিযান চালিয়ে গাড়ী ভর্তি কাঠ জব্দ করে। এসময় উক্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী। 

 মো:ফারুক, রেজাউল, আনোয়ার হোসেন,কফিল উদ্দিন এবং শাহাবুদ্দিনের নেতৃত্বে ২০/২৫ অজ্ঞাত  ব্যক্তিসহ। 

 বনখেকোরা হঠাৎ লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে পাঁচ বনকর্মী গুরুতর আহত হন এবং বনখেকোরা জব্দ করা গাড়ী ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে—ভবিষ্যতে এ ধরনের অভিযানে গেলে প্রাণে বাঁচতে দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে বন-আইনের মামলা দেওয়া  হয়েছে। 

খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল হক বলেন, “আমরা গাছভর্তি গাড়ী আটক করেছিলাম। তখন বনখেকোরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়।আমাদের জব্দকৃত কাঠের গাড়িটি এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যাই। এরপর আমরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি।

এলাকাবাসী জানান, হামলাকারীদের বিরুদ্ধে বন ও ডাকাতি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।”

এ বিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসানের বক্তব্য নেওয়া হলে  তিনি বলেন,  “অভিযান চলাকালে বনখেকোরা আমাদের বিট কর্মকর্তাসহ পাঁচ বন কর্মীর  উপর হামলা চালায় এবং আটক করা কাঠের অবৈধ ডাম্পার গাড়ি "ছিনিয়ে" নিয়ে যায়। আমরা ইতোমধ্যে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় এজাহারসহ বন আইনে মামলা দায়ের করা হয়েছে।”

এই বিষয়ে চকরিয়া থানার ওসির- বক্তব্য নেওয়া হলে তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী ফারুকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে শীঘ্রই আমরা তাদের গ্রেফতারের আওতায় নিয়ে আসবো।এবং এই ঘটনায়  তাদের বিরুদ্ধে ২৭/০৮/২০২৫ ইং তাং: জিয়ার ৫০ মামলা গ্রহণ করা হয়েছে।অপরাধীদের কোনভাবে আশ্রই এবং প্রশ্রয় দেওয়া যাবে না।

সর্বশেষ