• ২০২৫ সেপ্টেম্বর ০৪, বৃহস্পতিবার, ১৪৩২ ভাদ্র ১৯
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে একাধিক আসামি গ্রেফতার

  • প্রকাশিত ১২:০৯ পূর্বাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৪, ২০২৫
ঈদগাঁও থানা পুলিশের অভিযানে একাধিক আসামি গ্রেফতার
File
মতিউল ইসলাম (মতি)

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে একাধিক আসামি গ্রেফতার 


মতিউল ইসলাম (কক্সবাজার) 


ঈদগাঁও থানাধীন যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে একাধিক আসামী গ্রেফতার ১। মোঃ সালাম (রোহিঙ্গা) (১৯), পিতা- নুর আলাম, মাতা- রাশেদা বেগম, সাং- কুতুপালং ক্যাম্প, ক্যাম্প- ৬, ব্লক- সি, এফসিএন নং-১৭৫১৫২, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ ইব্রাহীম (রোহিঙ্গা) (২০), পিতা- আব্দু শুক্কুর, মাতা- জাহেদা বেগম, সাং- কুতুপালং ক্যাম্প, ক্যাম্প- ৬, ব্লক- সি, এফসিএন নং-১৬৫৬১৪, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’দ্বয়ের হেফাজত হইতে অবৈধ ০১ (এক) টি দেশীয় তৈরি এল.জি ঊদ্ধার পূর্বক ঈদগাঁও থানার মামলা নং-০৪, তাং-০২/০৯/২০২৫ইং, ধারা The Arms Act. 1878 এর 19A  রুজূ কর হয়।

উদ্ধারঃ০১ (এক) টি দেশীয় তৈরি এল.জি। 

২। ঈদগাঁও থানার মামলা নং-০৩, তাং-০২/০৯/২০২৫ইং, ধারা-৩৯৪ পেনাল সংক্রান্ত আসামী

০১। ইব্রাহীম খলিল নয়ন (২১), পিতা- মৃত লাল মিয়া, মাতা- শায়েরা খাতুন, সাং- বাজার এলাকা, ১নং ওয়ার্ড, জালালাবাদ ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার, ২। মোঃ রায়হান (২৮),পিতা- মৃত শাকের আলম, মাতা- গুলজার আলম, সাং- খোদাইবাড়ী, ৭নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার গ্রেফতার পূর্বক তাদের দেওয়া তথ্য মোতাবেক ছিনতাইকৃত একটি ব্যাগ ও ০২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

উদ্ধারঃ ছিনতাইকৃত একটি ব্যাগ ও ০২টি বাটন মোবাইল ফোন।

সর্বশেষ