ঈদগাঁও থানা পুলিশের অভিযানে একাধিক আসামি গ্রেফতার
মতিউল ইসলাম (কক্সবাজার)
ঈদগাঁও থানাধীন যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে একাধিক আসামী গ্রেফতার ১। মোঃ সালাম (রোহিঙ্গা) (১৯), পিতা- নুর আলাম, মাতা- রাশেদা বেগম, সাং- কুতুপালং ক্যাম্প, ক্যাম্প- ৬, ব্লক- সি, এফসিএন নং-১৭৫১৫২, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ ইব্রাহীম (রোহিঙ্গা) (২০), পিতা- আব্দু শুক্কুর, মাতা- জাহেদা বেগম, সাং- কুতুপালং ক্যাম্প, ক্যাম্প- ৬, ব্লক- সি, এফসিএন নং-১৬৫৬১৪, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’দ্বয়ের হেফাজত হইতে অবৈধ ০১ (এক) টি দেশীয় তৈরি এল.জি ঊদ্ধার পূর্বক ঈদগাঁও থানার মামলা নং-০৪, তাং-০২/০৯/২০২৫ইং, ধারা The Arms Act. 1878 এর 19A রুজূ কর হয়।
উদ্ধারঃ০১ (এক) টি দেশীয় তৈরি এল.জি।
২। ঈদগাঁও থানার মামলা নং-০৩, তাং-০২/০৯/২০২৫ইং, ধারা-৩৯৪ পেনাল সংক্রান্ত আসামী
০১। ইব্রাহীম খলিল নয়ন (২১), পিতা- মৃত লাল মিয়া, মাতা- শায়েরা খাতুন, সাং- বাজার এলাকা, ১নং ওয়ার্ড, জালালাবাদ ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার, ২। মোঃ রায়হান (২৮),পিতা- মৃত শাকের আলম, মাতা- গুলজার আলম, সাং- খোদাইবাড়ী, ৭নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার গ্রেফতার পূর্বক তাদের দেওয়া তথ্য মোতাবেক ছিনতাইকৃত একটি ব্যাগ ও ০২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারঃ ছিনতাইকৃত একটি ব্যাগ ও ০২টি বাটন মোবাইল ফোন।
মতামত দিন