নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি,,,
নরসিংদী শহর ছাত্র দলের সাবেক সভাপতি,,
নরসিংদী জেলা বি এন পির অন্যতম সহ সভাপতি,,
বহু কর্মী কে নেতা বানানোর কারিগর,, বিগত স্বৈরাচার সরকারের আমলে বহু মামলা হামলার শিকার,,অসুস্থ শরীর নিয়ে মিথ্যা গায়েবি মামলা গ্রেফতার হয়ে জেলখাটা,,নরসিংদী শহর বি এন পি যখন নিষ্ক্রিয় হয়ে জিমিয়ে পরে সঠিক নেতৃত্বের অভাবে,,যখন খায়রুল কবির খোকন ভাই কে নিয়ে নরসিংদীর রাজনীতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্র কে মোকাবিলা করে নরসিংদী শহরের দক্ষিণ অঞ্চল তথা পুরো নরসিংদী শহরকে যিনি ঐক্যবদ্ধ করে কর্মীদের কে উৎফুল্ল করে সঠিক নেতৃত্ব দিয়ে দলকে চাঙ্গা করেছেন সেই খবিরুল ইসলাম বাবুল ভাই নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, মিথ্যা বানোয়াট গল্প সাজাচ্ছেন আমি তাদেরকে বলতে চাই আগে রাজনীতি শিখুন,,সঠিক তথ্য মানুষের মাঝে তুলে ধরুন,,ফেইসবুকে ফেক আইডি দিয়ে কারো জনপ্রিয়তায় ঈশ্বর্বিত হয়ে গুজব রটালে সেই নেতার জনপ্রিয়তা কমে যায় না বরং বেড়ে যায়,,যার সঠিক পরিচয় নাই যে নিজেই একজন ফেক, সে কিভাবে একজন জনপ্রিয় নেতাকে নিয়ে গুজব ছড়ায়,,তার কি সঠিক জন্মের পরিচয় আছে,,,,??
আমি আমার নেতা জনাব খবিরুল ইসলাম বাবুল ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,,,,,,,সর্বশেষ একটি কথাই বলতে চাই নরসিংদী শহরের মাটি ও মানুষের নেতা,, নরসিংদী পৌরবাসীর আগামী দিনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক,,,
জনাব খবিরুল ইসলাম বাবুল ভাই জিন্দাবাদ,,,,,,,,,,,,
মতামত দিন