নাইক্ষ্যংছড়ি পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে বিরোধ পাহাড়ি মেয়েকে মেরে রক্তাক্ত নিউজ টি গুজব-ওসির প্রেস রিলিজ!
মতিউল ইসলাম
সম্প্রতি সময়ে নিবন্ধন বিহীন ফেসবুক আইডি থেকে মিথ্যা নিউজ পরিবেশন করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে একটি চক্র। অনুসন্ধানে জানা গেছে, এসব ফেসবুকের আইডি ব্যবহারকারী বেশি ভাগ বিদেশ প্রবাসী। তারা বিভিন্ন সময়ে মিথ্যা অপ্রচার চালিয়ে বিউ বাণিজ্য করে আসছিল।অনেক সময় দেখা গেছে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে ব্ল্যাক মেইল করে আসছিলো। এসব পোস্ট সরিয়ে ফেলার জন্য টাকা ও দাবি করা হয়। বাস্তবে এমন একটি অভিযোগ দেখা গেছে,
নাইক্ষ্যংছড়ি থানাধীন ০৫ নং সেনাইছড়ি ইউপির ০৩ নং ওয়ার্ড
নান্নাকাঁটা বড়ুয়া পাড়া নিবাসী দুই সহোদর ভাই পলাশ বড়ুয়া এবং সন্তোষ বড়ুয়া মধ্যে জায়গা জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।ইতোমধ্যে সন্তোষ বড়ুয়ার দখলীয় কিছু জায়গা পলাশ বড়ুয়া গোপনে সাব মিয়া প্রঃ কালু এর নিকট বিক্রি করে দেয়। অদ্য ০২/১০/২০২৫ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১০:০০ ঘটিকার সময় পলাশ বড়ুয়া এবং সাব মিয়া দলবল নিয়ে বিক্রয় জায়গা দখল করতে যায়। সেখানে সন্তোষ বড়ুয়া ও তার স্ত্রী ঝিনু বড়ুয়া তাদের কে বাধা প্রদান করতে গেলে পলাশ বড়ুয়া এবং সাব মিয়াগণের লোকজন সন্তোষ বড়ুয়ার স্ত্রী ঝিনু বড়ুয়া এবং তার ভাইয়ের ছেলে সুখন বড়ুয়াদেরকে এলোপাথাড়ি মারধর করে সাধরন এবং গুরুতর আহত করে।উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে সোনাইছড়ি ফাঁড়ির পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদেরকে হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ঝিনু বড়ুয়া গুরুতর আহত হয় মর্মে জানা যায়। ঘটনার বিষয়ে সন্তোষ বড়ুয়া বাদী হয়ে থানায় অবিযোগ দায়ের করলে নইক্ষ্যংছড়ি থানার মামলা নং-০১ তারিখ:০৩/১০/২০২৫ ইং ধারা১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৫৪/৫০৬(২) পেনেল কোড,১৮৬০ রুজু করা হয়।পুলিশ অভিযান চালিয়ে মামলার ঘটনায় জড়িত ০১ জনকে গ্রেফতার করেছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। বর্ণিত মারামারির ঘটনাটি পারিবারিক এবং বাঙালিদের মধ্যকার। কিন্তু বিভিন্ন অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় উক্ত ঘটনা বাঙালি এবং পাহাড়িদের মধ্যে বিরোধ মর্মে এবং বাঙালিরা পাহাড়ি নারীকে মেরে রক্তাক্ত করে তাদের জায়গা দখল করেছে মর্মে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে এবং উস্কানিমূলক অপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
গুজব এবং মিথ্যা অপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানর অফিসার ইনচার্জ মো.মাশরুরুল হল।
স্থানীয়দের অভিযোগ,যারা নিবন্ধন বিহীন ফেসবুক আইডি থেকে মিথ্যা সংবাদ পরিবেশন করে,দেশ ও জাতির ক্ষতি করেছে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন নাইক্ষ্যংছড়ির সচেতন মহল।
মতামত দিন